Featured Video Play Icon

ডকুমেন্টারিঃ ইয়াবা – কারা, কেন এবং কিভাবে খায়? [ভিডিও]

নেগেটিভ জিনিসের উপর আগ্রহ নাই, এমন কোন মানুষকে আমি চিনি না। নেগেটিভের উপর আকর্ষণ থাকা, জানার ইচ্ছা থাকাই স্বাভাবিক। তো আমার ও ছিল। আর জিনিসটা হচ্ছে ইয়াবা। অনেকদিনের ইচ্ছা ছিল ইয়াবা কিভাবে খায়, কেন খায়, কে খায়, খেলে কি হয় এসব বিষয় গুলো জানার।

ইয়াবা বিষয়ে জানার জন্য অনেক কাঠখর পোড়াবার পর দেখা মিল একজন মানুষের যিনি ইয়াবা আসক্ত এবং রাজি হয়েছেন ক্যামেরার সামনে কথা বলতে। তো, তার কাছে ইয়াবা এর ব্যাপারে জেনেছি, তিনি দেখিয়েছেন কিভাবে ইয়াবা প্রসেস করে বা খায়। ইয়াবা বিষয়ে যত প্রশ্ন ছিল তা উনার থেকে জেনেছি।

তো বাকিটা আছে ভিডিওতে। অনেক অনেক কথা। লিখে শেষ করা সম্ভব না।

Leave a Reply