Featured Video Play Icon

শীল্পাচার্য জয়নুল আবেদিন পার্ক (ভিডিও) – ময়মনসিংহ

শীল্পাচার্য জয়নুল আবেদিন পার্ক এর আরেক নাম সার্কিট হাউজ পার্ক। আসলে দুটি পার্ক একসময় এক’ই ছিল, মাঝে কোন বাউন্ডারী ছিল না। পরে মেয়র সাহেব সংস্কার করেন এবং মাঝে বাউন্ডারী করে দেন। তবে শীল্পাচার্য জয়নুল আবেদিন পার্ক এর ভেতরটা অনেক সুন্দর এবং গুছানো, ভেতরে বসার জন্য বিশেষ ভাবে বানানো সিমেন্ট এর বেঞ্চ আছে। আর শীল্পাচার্য জয়নুল আবেদিন পার্ক ব্রম্বপুত্র নদের তীর ঘেষে অবস্থিত হওয়ায়, নদের শীতল বাতাস যে কাউকে মুগ্ধ করবে। গ্যারান্টী।

শীল্পাচার্য জয়নুল আবেদিন পার্ক এর আরেকটি বৈশিষ্ট হচ্ছে, এর পাশেই শীল্পাচার্য জয়নুল আবেদিন আর্ট গ্যালারী  তাই যে কোন বাংলাদেশী নাগরিক মাত্র ৫ টাকা টিকিট কেটেই শীল্পাচার্য জয়নুল আবেদিন এর বিখ্যাত শীল্পকর্মগুলো দেখে আসতে পারেন। বিদেশীদের জন্য টিকিটের মূল্য ৭৫ টাকা।

কন্টেন্টঃ শীল্পাচার্য জয়নুল আবেদিন পার্ক
স্থানঃ ময়মনসিংহ

Leave a Reply