Featured Video Play Icon

সাজেক ভ্যালী ভ্রমণ । যা যা অবশ্যই জানতে হবে

আমার নাম লাবিব। আজকে আমি আপনাদের সাথে সাজেক ভ্যালীতে ভ্রমণ নিয়ে নতুন একটি ভিডিও শেয়ার করলাম।

আসলে আমার প্রথম ভিডিও টিতে আমি আমার ধারনারও অনেক অনেক বেশি ভিউ পাই এবং ফেসবুক/ইমেইলে অনেক অনেক মেসেজ পাই। যার অধিকাংশই ছিল কিভাবে সাজেক যেতে হয়? কেমন খরচ? থাকার ব্যাবস্থা কি? খাব কোথায়? নিরাপদ কেমন? কখন গেলে মেঘ দেখা যাবে? ইত্যাদি
তো সাজেক ভ্যালী নিয়ে আমার এই ভিডিওতে সেসকল প্রশ্নের উত্তর দেয়ার চেষ্টা করেছি।

খাগড়াছড়ি তে চাদের গাড়ির মামার ও মেঘ ঘর রিসোর্ট এর নাম্বারঃ
খোরশেদ মামা +8801828856334
বিটিজিঃ http://facebook.com/groups/766074033449806/

যে সকল সীম এর নেটওয়ার্ক আছেঃ মূলত রবি, আর কিছুটা এয়ারটেল নেটওয়ার্ক আছে। গ্রামীনফোন, টেলিটক এর নূন্যতম নেটওয়ার্ক নাই। আমি নিজে পাই নি।

Leave a Reply