Featured Video Play Icon

আগুন পান ও মুস্তাকিমের চাপ বনাম মুসলিমের চাপ

বেড়াতে এসেছিলাম বন্ধু রাফির বাসায়। সে থাকে মোহাম্মদপুরে। কথায় কথায় কথা উঠলো বোবার বিরিয়ানি আর আগুন পান তথা ফায়ার পান এর। দুপুরে কথা, সন্ধ্যায় ই চলে গেলাম মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প এ বোনার বিরিয়ানি খেতে।

যেয়ে দেখি বিরিয়ানি তেলের মাঝে সাতার কাটে!
খাওয়ার উপায় নাই দেখে চাখতে গেলাম মুস্তাকিমের চাপ। কিন্তু সেটাও মন ভরাতে পারেনি। এর আগে বগুড়ার কলোনীর চাপ খেয়েছিলাম, যেটাই যেন মুখে লেগে ছিল। এরপর গেলাম মুসলিমে। বাকি কাহিনী ভিডীওতেই আছে।

Leave a Reply