Featured Video Play Icon

কিভাবে নতুন ইউটিউব চ্যানেল খুলব এবং প্রফেশনাল লুক দিব

হাই, এটা আমার এই চ্যানেলের প্রথম ভিডিও। এতে আমি দেখানোর চেষ্টা করেছি, কিভাবে একটি নতুন ইউটিউব চ্যানেল খুলতে হয় এবং একে প্রোফেশনাল লুক দিতে হয়। অনেকে শুধু বলেন জিমেইল একাউন্ট খুলতে কিন্তু আপনি চাইলে আপনার অন্য কোন ইমেইল একাউন্ট থেকেও ইউটিউব একাউন্ট খুলতে পারবেন এবং পরবর্তিতে চ্যানেলটি ভাল করলে গুগোল এডসেন্স এর মাধ্যমে ভিডিও মোনেটাইজ করে টাকা আয় করতে পারবেন।

তবে, আমার ভিডিও গুলতে প্রথমেই আমি টাকা ইনকাম কে প্রাধান্য দিব না। টাকা আয়ের চেয়ে একটি ব্র্যান্ড গুছানো অনেক বেশি জরুরী। যদি চ্যানেল ভাল করে, জনপ্রিয়তা পায় তাহলে টাকা এমনিতেই পিছনে দৌড়াবে আপনার। তাই সবার উচিত এডসেন্স এর দিকে মনোযোগ না দিয়ে, প্রথমত ভাল কন্টেন্ট তথা ভিডিও বানানোর দিকে মনোযোগ দেয়া।

এরপর ভিডিও আপলোড এর পর পরই যেটা আসে, সেটা হচ্ছে এডভান্স ভিডিও সেটিংস, যেখান থেকে ভিডিও ক্যাটাগরী, লাইসেন্স ইত্যাদি সেট করতে হয়। যেটা আমি এর পরবর্তি ভিডিওতে দেখানোর চেষ্টা করছি।

আশাকরি, ভিডীওটা কারো না কারো কাজে লাগবে।
আমার নয়া ইউটিউব চ্যানেল এর লিঙ্কঃ Labib’s Tech

Leave a Reply