Featured Video Play Icon

দেশি ঝর্ণার রানী খৈয়াছড়া ভ্রমণ

খৈয়াছড়া ভ্রমণ ছিল ১ দিনের ট্যুর। এক রাতে যাওয়া, সারাদিন ঘুরাঘুরি আর রাতে ফেরা। থাকার কোন প্ল্যান ছিল না। আর ট্যুরের ব্যাপারে আমি জানতাম ও না। আমার বন্ধু নাফিস আমাকে বলে ফেনি যেতে তাঁর সাথে। আমি কয়েক ঘন্টা পর রওনা দিলাম তাঁর সাথে। কমলাপুর থেকে ট্রেনে উঠে সকালে যেয়ে পৌছুলাম ফেনি জংশন রেলওয়ে স্টেশনে। এর পরের টুকু তো ভিডীওতেই আছে।

খৈয়াছড়া  ভ্রমণ খরচঃ
ট্রেনে ঢাকা টু ফেনি – ৯০ টাকা
ষ্টেশন থেকে মহিপাল বাসস্ট্যান্ড – ১৫ টাকা অটো তে
মহিপাল থেকে খৈয়াছড়া (মেইন রোডে) – ৫০ টাকা বাস ভাড়া
মেইন রোড থেকে খৈয়াছড়া স্পট – রিজার্ভ সিএনজি ১০০ টাকা ভাড়া (৪-৬ জন বসা যায়)
গাইড খরচ – এখানে গাইড লাগে নি
লাঠি – ১০ টাকা
খাবার/পানি – আনুমানিক ২০০ টাকা

খৈয়াছরা ট্রেইলঃ নামগুলো নোট করব এখানে

এই ভিডিও আরেকটি পার্ট আছে, যেটায় আমরা নাপিত্তাছরা ঝর্ণা ঘুরে দেখেছি।

ট্যাগঃ খইয়াছড়ি, খৈয়াছড়ি, খইয়া ছড়া, ক্ষইয়াছরা, ক্ষইয়াছড়া,

Leave a Reply