Featured Video Play Icon

সাতক্ষীরা ভ্রমণ | আবারও ভারত বাংলাদেশ বর্ডারে

সাতক্ষীরা গিয়েছিলাম ২০১৬ এর সেকেন্ড কোয়ার্টারে। সময়ের কারণে ভিডিও টা আপলোড করা হয় নি। আজকে আপলোড করলাম। এই সাতক্ষীরা ট্যুর নিয়েই কিছু ঝামেলা হয়েছিল, যে কারণে নারী ট্যুরিষ্ট সাবধান  লিখে পোষ্ট ও করেছিলাম ট্রাভেলার্স অফ বাংলাদেশ গ্রুপে ও আমার ব্লগে। এই ট্যুরের ই দ্বিতীয় দিন আমরা গিয়েছিলাম সুন্দরবন ভ্রমণ করতে। যেটা এই ভিডিওতে না রেখে আলাদা একটা ভিডিও করে পাব্লিশ করেছি।

এই ঘটনা গুলো বাদেও নিজেদের উদ্যোগে আমরা বেশ ভালই মজা করেছি, ঘুরেছি, খেয়েছি। ভিডিও টিতে শুধু ভাল অংশ গুলো দেখানোর চেষ্টা করেছি।

যা যা দেখলামঃ
১। সাতক্ষীরা , কালীগঞ্জ
২। মন্টু মিয়ার বাগান বাড়ি ও চিড়িয়াখানা, সাতক্ষীরা
৩। ভোমরা বর্ডার। সাতক্ষীরা
৪। ভোমরা পোর্ট, সাতক্ষীরা
৫। কাকশিয়ালি নদী, সাতক্ষীরা
৬। ইছামতি নদী, সাতক্ষীরা
৭। ভারতের টাকি (ভারত বর্ডার, মাঝে নদী)

Leave a Reply