Featured Video Play Icon

সুন্দরবন ভ্রমণ | বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন | ভ্রমণ ভিডিও ব্লগ

সুন্দরবন ভ্রমণ (বাংলাদেশ) বা সুন্দরবন জাতীয় উদ্যান ভ্রমণ (ভারত), একই জঙ্গল, দুই দেশে দুই নাম। তবে, সুন্দরবনের বড় অংশ পরেছে বাংলাদেশে কিন্তু ভারতের অংশ বেশি সমৃদ্ধশালী। ভারত যেভাবে সুন্দরবনের পরিচর্যা করেছে, বাংলাদেশ ওভাবে করতে পারেনি।

উপরন্তু, সুন্দরবন এর ১৪ কিলোমিটার দূরত্বে তাপ-বিদ্যুত কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে ভারতে সুন্দরবনের ২৫ কিলোমিটারের মধ্যে এমন কিছু স্থাপন করা সম্পূর্ণ নিষদ্ধ। তো, ভারতের সুন্দরবন সমৃদ্ধ হবে না তো কি বাংলাদেশের অংশ হবে? যাইহোক, এই ব্যাপারে আমি কিচ্ছু বলতে চাই না। এটা এখন একটা রাজনৈতিক ব্যাপার। এসব রাজনীতির খেলা আমি বুঝি না।

যাইহোক, প্রমণে গয়েছিলাম ২০১৬ এর এপ্রিলে। ৩ দিনের ট্যুরে সুন্দরবনে গিয়েছিলাম ২য় দিন। প্রথম আর শেষ দিন আমরা সাতক্ষীরা জেলার ভোমরা বর্ডার, পোর্ট, ইছামতি নদী ইত্যাদি এলাকায় ঘুরে বেড়িয়েছি নিজেদের উদ্যোগে মোটস সাইকেল ভাড়া নিয়ে। ৩য় দিন আসলে কোথাও যাওয়া হয় নি। ট্যুর নিয়ে ব্যাপক ঝামেলা হয়েছিল, সেটা আগে গ্রুপে বলেছিলাম ও। ভিডিও তে সমস্যার কোন কমেন্ট্রি রাখি নাই, ভিডীওর মজা নষ্ট হয়ে যাবে তাই।

Leave a Reply