ইছামতি নদী পাবনা শহরের প্রায় মাঝ দিয়ে প্রবাহিত হয়েছে। পাবনা ভ্রমণ এর অংশ হিসাবে দেখা হয়েছিল এই নদী। কিন্তু, ইছামতি নদী টা আজ আর ইছামতি নদী নেই। পদ্মা নদীর থেকেও খারাপ অবস্থা এই ইছামতি নদী এর। ইছামতি নদী কে আজ খাল বল্লেও ভুল হবে। এটা একটা ড্রেন। এই নদী দেখলে পাবনা মানসিক হাঁসপাতাল এর রুগীরাও হাহুতাশ শুরু করে দিবে।
ইছামতি নদী এর অনেক বর্ণনা আমরা বিভিন্ন কবি সাহিত্যিক, লেখকের কবিতা, গল্পে পেয়েছি। ইছামতি নদীর যে বর্ণনা আমরা তাদের লেখায় পেয়েছি, বর্তমানের সাথে তার কোন মিল নেই।
