ওয়ার্ডপ্রেস হচ্ছে অন্যতম জনপ্রিয় একটি ব্লগিং প্ল্যাটফর্ম যাকে গুগোলের ব্লগস্পট প্ল্যাটফর্ম এর অল্টার্নেটিভ বলা যায়। তবে দুটির কোর সম্পূর্ণ ভিন্ন। তবে ইউজার ইন্টারফেস (UI) অনেকটা একই রকম। কোনরকম ইনভেষ্ট টা টাকা খরচ না করে, অনলাইনে ব্লগ লিখে টাকা আয় করার জন্য বা সখ হিসাবে ব্যাক্তিগতভাবে ব্লগ লেখার জন্যও ফ্রি ওয়ার্ডপ্রেস ব্লগ ব্যাবহার করা যায়।
এখন আমরা দেখব, কিভাবে একটি ফ্রি ওয়ার্ডপ্রেস ব্লগ তৈরী করতে হয় এবং বেসিক কাষ্টমাইজেশনঃ
প্রথমেই ওয়ার্ডপ্রেস ডট কম এ ঢুকতে হবে এবং ক্রিয়েট ওয়েবসাইট এ ক্লিক করতে হবে। তাহলে নিচের মত একটি পেজ আসবে।

সাইটের নাম সিলেক্ট করা
এখানে স্টেপ ১/৫ মানে, মোট ৫ টি স্টেপ এর ১ম স্টেপ বোঝাচ্ছে। আমি নাম দিয়েছি labibbangladesh অর্থাৎ সব শেষে আমার ব্লগের ঠিকানা হবে http://LabibBangladesh.wordpress.com এবং বক্সের শেষে সবুজ টিক মার্ক বোঝাচ্ছে যে, নামটি খালি আছে। এখন Create Your Site and Continue এ ক্লিক করে ২য় স্টেপ এ যেতে হবে।

ইমেইল এড্রেস, ইউজার নাম ও পাসওয়ার্ড দিতে হবে
২য় স্টেপ, এখানে আমাকে নতুন একাউন্টের জন্য Email Address দিতে হয়েছে, তারপর Username এবং Password। এবার Next Step এ ক্লিক করে ৩য় স্টেপ এ চলে জান।

আমাকে কাষ্টম ডোমেইন কেনার জন্য প্রস্তাব দেয়া হচ্ছে
৩য় স্টেপ টা আসলে বিজ্ঞাপন। আপনি চাইলে ডোমেইন কিনে নিতে পারেন, তবে আমি এখানে ডোমেইন কিনব না তাই No Thanks বাটনে ক্লিক করে পরের স্টেপে চলে যাচ্ছি।

পছন্দমত একটি থীম সিলেক্ট করুন
এখানে থেকে নিজের পছন্দমত একটি থীম সিলেক্ট করুন। পরে করলেও হবে এতে করে একটি ডিফল্ট থীম এড হয়ে যাবে। আমি এখানে কোন থীম সিলেক্ট করচ্ছি না। এর পরের স্টেপ এ কয়েকটা প্যাকেজ দেখাবে, এখান থেকে ফ্রি ওয়ার্ডপ্রেস ব্লগ প্যাকেজ টা সিলেক্ট করুন। সিলেক্ট করলেই আপনি মেইন এডমিন প্যানেলে নিয়ে যাওয়া হবে। এডমিন প্যানেলে কিছু করার আগে আপনি আপনার ইমেইল এড্রেস চেক করে, ইমেইল এড্রেস ভেরিফাই করুন।

ইমেইল চেক করে, Active Account বাটনে ক্লিক করুন
একটিভ একাউন্ট বাটনে ক্লিক করলে আপনার Email address ভেরিফাই হয়ে যাবে এবং আপনাকে আবার আডমিন প্যানেলে নিয়ে যাওয়া হবে। আর ওয়ার্ডপ্রেস এর বর্তমান এডমিন প্যানেল দেখতে নিচের ইমেজ এর মত।

এটা আপনার ওয়ার্ডপ্রেস ডট কম একাউন্ট এর এডমিন প্যানেল
একটা ব্যাপার খুব ভাল ভাবে বুঝে নিন, উপরের ছবি টা দেখচ্ছেন, সেটা আপনার ওয়ার্ডপ্রেস একাউন্ট এর এডমিন প্যানেল। আপনি মাত্র যে ব্লগ টা খুললেন, সেটার এডমিন প্যানেলে যেতে আপনাকে “WP Admin” বাটনে ক্লিক করতে হবে। সেখান থেকে আপনি সদ্য তৈরী করা ব্লগ কাষ্টমাইজ করতে পারবেন। ১টা ওয়ার্ডপ্রেস একাউন্ট এর মধ্যে একাধিক ফ্রি ওয়ার্ডপ্রেস ব্লগ থাকতে পারে। এবার, “WP Admin” বাটনে ক্লিক করে, ব্লগের এডমিন প্যানেলে প্রবেশ করুন। নিচের মত দেখাবে,

WP Admin Screen
“WP Admin” দেখতে উপরের ছবিটার হুবহু। এখান থেকেই আপনার ব্লগ এর সবকিছু কন্ট্রোল করতে হবে।
কাষ্টমাইজেশনের জন্য মেনুর কিছু দিকনির্দেশনাঃ
- Appearance Menu: সাইটের থীম/লুক/মেনু চেঞ্জ করার জন্য।
- Tools: পুরাতন সাইটের পোষ্ট ইম্পোর্ট বা এই সাইটের পোষ্ট গুলো সেভ করে রাখা সহ আরো কিছু।
- Settings: ব্লগ এর টাইটেল, ট্যাগলাইন (স্লোগান), লিঙ্ক স্ট্রাকচার, তারিখ সহ অনেক কিছু।
- এছাড়া পোষ্ট, কমেন্ট, পেজ, ইউজার ইত্যাদি না বোঝার কিচ্ছু নাই 😉
যতটা পেরেছি সংক্ষেপে ও স্ক্রীন স্নেপ সহ বর্ণণা করার চেষ্টা করেছি। কোন প্রশ্ন থাকলে কমেন্ট এ জিজ্ঞাসা করতে পারেন